শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
আইন-আদালত
ভুয়া ঠিকানায় এনআইডি তৈরির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা
চট্রগ্রাম অফিস
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভুয়া ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে চট্টগ্রামের সাবেক এক নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক অংটি চৌধুরী মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—‘ভুয়া তথ্যে’ জাতীয় পরিচয়পত্র গ্রহণকারী আবদুল জলিল, চট্টগ্রাম বন্দর থানার সাবেক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক জন্মনিবন্ধন সহকারী পিন্টু কুমার দে।

মামলার বিবরণ অনুযায়ী, আবদুল জলিল কক্সবাজারের চৌফলদণ্ডীর বাসিন্দা দাবি করলেও তার কোনো জাতীয়তা সনদ, জন্মগ্রহণ ও বৈধ নাগরিকত্বের রেকর্ড পাওয়া যায়নি। এছাড়া তিনি দাবি করেছেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে তার বাবা-মা মারা গেছেন; তবে কোনো মৃত্যু সনদ নেই।

এজাহারে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের তৎকালীন জন্মনিবন্ধন সহকারী পিন্টু কুমারের যোগসাজশে ২০১১ সালের ২২ জুলাই জন্মনিবন্ধন করা হয়। পরে ২০১৭ সালে একই ওয়ার্ডের কাউন্সিলর ও জন্মনিবন্ধন সহকারীর স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন সংশোধন করা হয়।

নির্বাচন কর্মকর্তা আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি জাল জন্মসনদ দিয়ে আবদুল জলিলের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। এ কাজে আশরাফুল তার কার্যালয়ে ব্যবহৃত ল্যাপটপ ব্যবহার করেন এবং নির্বাচন কমিশনে কোনো রেকর্ডপত্র জমা দেননি।

এদিকে, জলিলের ভুয়া জন্মসনদে ঠিকানা হিসেবে কক্সবাজারের চৌফলদণ্ডী থাকলেও জাতীয় পরিচয়পত্রে লেখা হয় চট্টগ্রামের পটিয়া উপজেলা। এছাড়া জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন ফরমের ৪৬টি ঘর পূরণ করার নিয়ম থাকা সত্ত্বেও বেশিরভাগ ঘর ফাঁকা রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ জানান, “দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  এনআইডি   মামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close