বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
স্বাস্থ্য
বিদ্যুৎ সংযোগের অভাবে চালু হচ্ছে না ২৫০ শয্যার বান্দরবান সদর হাসপাতাল
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্মাণ কাজ শেষ হয়েছে ২০২৪ সালে, কিন্তু শুধু বিদ্যুৎ সংযোগ চালু না করায় বান্দরবানে এক বছর ধরে বন্ধ রয়েছে ২৫০ শয্যার বান্দরবান সদর হাসপাতাল ভবন। 

পার্বত্য জেলা বান্দরবানের জনগণের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ২৪ মে শুরু হয় ২৫০ শয্যা বিশিষ্ট একটি ১০তলা নতুন হাসপাতাল ভবনের কাজ। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ভবনটির কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান জিকেবিপিএল অ্যান্ড রয়েল এসোসিয়েটস (জেভি)। 

২০২৪ সালের ডিসেম্বর মাসে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও শুধু বিদ্যুৎ সংযোগের অভাবে ২৫০ শয্যা বিশিষ্ট ১০ তলা নতুন হাসপাতাল ভবনটি চালু করা যাচ্ছে না- আর এতে দীর্ঘদিনের বান্দরবানবাসীর প্রত্যাশার কাঙ্খিত চাহিদা পূরণ হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট ১০ তলা নতুন হাসপাতাল ভবনটি প্রায় কাজ সম্পন্ন হয়েছে। শুধু বিদ্যুৎ সংযোগ পেলে বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন শেষে ভবনটি চালু করা যায়—তবে বিদ্যুৎ সংযোগের অভাবে ভবনটিতে এখনও সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। 

স্থানীয় বাসিন্দা মো. সিফাত বলেন, ‘বর্তমানে বান্দরবানে যে হাসপাতাল সেটি অত্যন্ত ছোট আর অস্বাস্থ্যকর। আমরা চাই, আধুনিকমানের নতুন ভবনটি দ্রুত চালু করা হোক আর পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সেবার মান আগের চাইতে বাড়ানো হোক।’

সদরের বাসিন্দা রাজু দে বলেন, ‘বর্তমানে ৫০ শয্যার জনবল দিয়ে চলছে ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালের কার্যক্রম। আর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবনটি চালু হলে বান্দরবানের মানুষ উন্নত চিকিৎসার পাশাপাশি নানা ধরনের ভোগান্তিতে থেকে মুক্ত হবে।’

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. রমজান জানান, আশা করেছিলাম নতুন ১০ তলা হাসপাতাল ভবনটি দ্রুত চালু হবে ,কিন্তু অদৃশ্য কারণে সেটি বন্ধ করে পরিত্যক্ত করা হচ্ছে; যা দুঃখজনক।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আবাসিক অফিসার ডা. দীলিপ চৌধুরী বলেন, ‘নতুন এই ২৫০ শয্যার হাসপাতাল ভবনটি চালু হলে বান্দরবানের স্বাস্থ্যখাত আরও এগিয়ে যাবে। আর নতুন এই ভবনে ১০টি আইসিইউ বেড, ৫টি সিসিইউ বেড, ২০টি আইসোলেশন বেডসহ সার্জারি ও  বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা করা সম্ভব হবে।’

তিনি জানান, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নতুন ২৫০ শয্যার ভবনটি এখনও স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি।

এদিকে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, ‘২৫০ শয্যার হাসপাতাল ভবনের কাজ প্রায় শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগ পাওয়া গেলে এই ভবনটিতে সেবা কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

গণপূর্ত বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘আমাদের ভবনের কাজ প্রায় শেষ আর বিদ্যুৎ সংযোগের জন্য আমরা পিডিবির কাছে আবেদন করেছি; তারা সংযোগ দিলে আমরা বৈদ্যুতিক কাজ শেষ করে দ্রুত ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবো।’

তিনি জানান, ২৫০ শয্যার এই এই হাসপাতাল ভবনে আধুনিক অনেক সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ করে ১০ তলা ভবনে রোগী, দর্শনার্থী ও চিকিৎসকদের জন্য আলাদা আলাদা রোগভিত্তিক ওয়ার্ড, ৪টি আধুনিক লিফট, ১০টি আইসিইউ বেড, ৫টি সিসিইউ বেড, ২০টি আইসোলেশন বেড, সার্জারি ওয়ার্ড থাকবে। এছাড়াও আধুনিক জেনারেটর এর ব্যবস্থা থাকবে সার্বক্ষণিক।’

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন     বলেন, ‘দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ স্থাপন করব।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ সংযোগ   বান্দরবান সদর হাসপাতাল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close