বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সব মার্কা ভেসে যাবে একমাত্র ধানের শীষ মার্কা রয়ে যাবে। ধানের শীষ হল এদেশের কোটি কোটি মানুষের একটি জনপ্রিয় মার্কা।’
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর সাতপাটকী রহমতিয়া জামে মসজিদের দ্বিতীয় তলা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মসজিদের সভাপতি আলতাফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। মধ্যে বক্তব্য রাখেন মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম চাঁন ও দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে দুলু আরও বলেন, ‘আপনাদের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এদেশের মানুষের জন্য লড়াই করেছি এবং সে লড়াই অধিকার প্রতিষ্ঠা করেছে—এ জন্য মানুষের মন জয় করে একটি জনপ্রিয় ভালবাসার দলে পরিণত হয়েছে।’
মসজিদের মুসল্লীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আমরা ১৭ বছর সরকারের বাহিরে ছিলাম। আমরা কোন কথা বলতে পারি নাই। কথা বললেই বিভিন্ন হামলা মামলা করত। নেতাকর্মীরা মামলার ভয়ে রাতে বাড়িতে থাকতে পারে নাই। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তাদের আমলে কোন কাজ করে নাই। তারা শুধু লুটপাট ও দুর্নীতি করেছে আর দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।’
‘এমন কি বিগত আওয়ামী লীগের আমলে তারা মসজিদ-মন্দিরের অনুদান তুলে আত্নসাৎ করেছিল। সে কারণে আগামী সংসদ নির্বাচনে সব মার্কা ভেসে যাবে—একমাত্র ধানের শীষ মার্কা জোয়ারে পরিণত হবে। মানুষ এখন তাদের তৈরিকৃত নৌকা, লাঙ্গল আর দাঁড়িপাল্লা ব্যবহার করতে চান না। এগুলো ফেলে দিয়ে তারা যান্ত্রিক জিনিস ব্যবহার করছে—এ জন্য এসব মার্কার আর প্রয়োজন হয় না। একমাত্র ধানের শীষ মার্কা এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে থাকবে। ধানের শীষ হল খোদার দেওয়া সৃষ্টি। এটি কোনদিন ভেস্তে যাবে না; যা খেয়ে মানুষ বেঁচে থাকে।’
দুলু আরও বলেন, ‘সামনে আমন মৌসুম কৃষকের ধান কাটার ধুম পড়ে যাবে। তখন তারা আনন্দে ধান কেটে বাড়িতে এনে গোলা ভরে রাখবে। এ কারণে ধানের শীষ হল সবচেয়ে জনপ্রিয় মার্কা। আপনাদের ভোটের অধিকারে জন্য আমরা অনেক আন্দোলন করেছি এবং সে আন্দোলনে আমরা জয়ি হয়েছি। আজ আপনাদের কাছে কেন ভোট চাইতে হবে? নিজেরাই আনন্দে দলে দলে কেন্দ্র গিয়ে ভোট দিবেন।’
তাই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
কেকে/এমএ