বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
রাজনীতি
ঐক্য ও মানবিকতাই আমাদের শক্তি : এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক জাতির মানুষবাংলাদেশি।

তিনি বলেন, “ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে জীবনযাপন করুন। অন্যায় হলে আমাদের জানান, আমরা পাশে থাকব।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ভাটারার শ্মশানঘাট এলাকায় একটি বিশুদ্ধ পানি উত্তোলন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

ড. এম এ কাইয়ুম বলেন, “ধর্ম, বর্ণ বা গোত্র যাই হোক না কেনো আমরা সবাই এক জাতির মানুষ; আমরা বাংলাদেশি। ভাটারায় যারা জন্মেছেন বা বসবাস করছেন, এখানে আপনাদের অধিকার রয়েছে। ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে ও সাহসের সঙ্গে জীবন যাপন করুন। যদি কোনো অন্যায় বা প্রতিরোধের ঘটনা ঘটে, আমাদের জানান আমরা আপনার পাশে থাকব।”

ড. কাইয়ুম বলেন, “মানুষের জীবন অমূল্য। আমরা এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না ভয় কিংবা অন্যায়ের আশঙ্কা। আমাদের লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলা। দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে পাবে।”

সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং আবাসনের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সংখ্যালঘুদের জন্য নিরাপদ আশ্রয় ও বাসস্থান নিশ্চিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি বন্ধ করা হয়েছে, ভবিষ্যতেও তা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে ভাটারায় মাদক নিয়ন্ত্রণে অভিযান ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “অন্য ধর্মাবলম্বীদের সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধান করা হবে। এখানে কেউ যেন অবহেলিত না হয়, সেদিকে আমরা নজর রাখব। জমি দখল বা জবরদখলের মতো অপরাধ যাতে না ঘটে, তার জন্য আইনি ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। আইনের শাসন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ ড. কাইয়ুমের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, “তার উদ্যোগে ভাটারায় উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। এলাকাবাসী বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধনকে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে ড. কাইয়ুম ভাটারার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখবেন।”

অনুষ্ঠানের শেষ দিকে ড. কাইয়ুম সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে আমরা একটি সুন্দর, ন্যায়নিষ্ঠ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলব। বৈষম্য নয়, মানবিকতা ও ন্যায়বোধ হবে আমাদের পথচলার মূলনীতি।

কেকে/এজে

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close