বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা, সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি, নোয়াখলী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফাসহ সব কর্মসুচির সফলভাবে বাস্তবায়ন করা হবে। আজ ৭ নভেম্বর সিপাহী বিপ্লব দিবস। তাই, এ দিবসে আমাদের সকলকে শপথ নিতে হবে আগামী নির্বাচন সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল পাঁচটায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় মাহবুব উদ্দিন খোকনকে সংবধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সভায় মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের লক্ষে ৩১ দফা কমসূচি দিয়েছেন। তার আগেও আমাদের ১৯ দফা ছিল। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সব কমসূচির সফল বাস্তবায়ন করা হবে।’
সভায় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. দিদার হোসেনের, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাজার রাব্বি, সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক।
কেকে/এমএ