রাজধানীর ইব্রাহিমপুর নিউ ক্যাসেল কলেজে হামলা-ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২:৩২ পিএম
রাজধানী মিরপুরে ইব্রাহিমপুর নিউ ক্যাসেল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের ঘটনায় কলেজের ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।
বুধবার (৫ নভেম্বর) সকালে কলেজে এ ভাঙচুর হয়।
ইব্রাহিমপুর নিউ ক্যাসেল কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক বলেন, আমি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কলেজ যাই, আজ বুধবার সকাল ১০টায় কলেজে এসে দেখতে পাই, কলেজের নিচ তলায় প্রথম ফটকের অফিস কক্ষে জানালার গ্রাস ভাঙা অবস্থায় পরে আছে। যার অনুমান ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
হামলা ও ভাঙচুরের ঘটনায় কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। কাফরুল থানা তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন এখনো করা হয় নাই, ঘটনাস্থল পরিদর্শন করলে বিস্তারিত জানতে পারব।
উল্লেখ্য যে, গত বছরের ২ ডিসেম্বর উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডাকাতি হয়। তার প্রেক্ষিতে কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল কলেজ কতৃপক্ষ।