বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
অর্থনীতি
কেশবপুরে মাছ উৎপাদনে ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা
সিদ্দিকুর রহমান, কেশবপুর (যশোর)
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় এবার চিংড়ি ও সাদা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ বছর কেশবপুরে চার হাজার ৬৫৮ মৎস্যঘেরে মাছ উৎপাদন হয়েছে প্রায় ৩০ হাজার টন। যার বাজার মূল্য ৫৭৫ কোটি টাকা। এই উৎপাদিত মাছ কেশবপুরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসহ বিদেশেও রপ্তানি হচ্ছে এবং আমিষের চাহিদা পূরণেও ভূমিকা রাখছে। গত কয়েক দশক ধরে যশোরের কেশবপুর উপজেলা মৎস্য উৎপাদনে শীর্ষ স্থান ধরে রেখেছে।

এ বছর কেশবপুরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৭ হাজার ৭৫ টন

কেশবপুর মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে কেশবপুর উপজেলায় চার হাজার ৬৫৮টি মৎস্যঘের ও ছয় হাজার ৬৪০টি পুকুরে মাছ চাষ করা হয়। এর মধ্যে সাধারণ ঘের রয়েছে দুই হাজার ৮৪২টি, যার আয়তন পাঁচ হাজার ৩৯১ হেক্টর এবং বাণিজ্যিক ঘের রয়েছে ৫১৭টি, যার আয়তন এক হাজার ২২৫ হেক্টর। 

এছাড়া পুকুর রয়েছে ছয় হাজার ৬৪০টি। যার আয়তন ৬৯৮ হেক্টর। অন্যদিকে গলদা চিংড়ির ঘের রয়েছে ৬৬১টি, যার আয়তন ৫১৫ হেক্টর, বাগদা চিংড়ির ঘের রয়েছে ৬৩৮টি, যার আয়তন ৩১৫ হেক্টর। 

এ বছর কেশবপুরে রুই, কাতল ও পাবদাসহ সাদা মাছ উৎপাদন হয়েছে ২৭ হাজার ৫৭৫ টন। এই উৎপাদিত মাছের মূল্য ৫২০ কোটি টাকা। এছাড়া চিংড়ি মাছ উৎপাদন হয়েছে দুই হাজার ৪০০ টন এবং বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে ২৬৫ টন। যার মূল্য ২৫ কোটি টাকা। 

এ বছর কেশবপুরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৭ হাজার ৭৫ টন। সেখানে ৫০০ টন মাছ বেশি উৎপাদন হয়েছে। এর মধ্যে কেশবপুরে মাছের চাহিদা রয়েছে ছয় হাজার টন। বাকি মাছ ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হয়। এছাড়া গলদা, বাগদা চিংড়ি ও পাবদা মাছ ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে জানা গেছে। 

কেশবপুরের উৎপাদিত মাছ আমিষের চাহিদা পূরণসহ দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। গত ২০২৩-২৪ অর্থবছরে কেশবপুরে চার হাজার ৬০২টি মৎস্য ঘেরে মাছ চাষ করা হয়। এতে সাদা ও চিংড়ি মাছ উৎপাদন হয়েছিল ২৯ হাজার ১২২ টন।

মৎস্য চাষিদের দাবি, এ খাতে সরকারের প্রয়োজনীয় আর্থিক ও প্রশিক্ষণের সহযোগিতা পেলে মাছ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। 

কেশবপুরের মৎস্যচাষি বিশ্বাস কামরুজ্জামান ও কাশেম মোড়ল বলেন, ‘সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কেশবপুরে মাছ উৎপাদন আরো বৃদ্ধি পাবে।’

কেশবপুর মাছ বাজার সমিতির সভাপতি আবদুল হান্নান বিশ্বাস বলেন, ‘এবার মাছ আমদানি হয়েছে প্রচুর। মাছের বাজারও ভালো। কেশবপুরের বিভিন্ন প্রজাতির মাছ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন শহরে যায়। সে কারণে এবার মাছের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।’

কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে কেশবপুরে ছোটবড় মিলিয়ে মোট চার হাজার ৬৫৮টি মৎস্যঘেরে চলতি বছর প্রায় ৩০ হাজার টন মাছ উৎপাদন হয়েছে। যার মূল্য প্রায় ৫৭৫ কোটি টাকা।’

‘এলাকার মৎস্যচাষিদের বিভিন্ন সহযোগিতাসহ প্রশিক্ষণ দেওয়ার ফলে এ বছর চিংড়িসহ সাদা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   মাছ উৎপাদন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close