কিশোরগঞ্জে রাস্তা সংস্কার ও দুর্ঘটনারোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৫টি মাদ্রাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় পাঁচ হাজার মানুষ।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের একরামপুর রেলগেইট থেকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা অবরোধ করে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে জামিয়া নুরানিয়া তারাপাশা মাদ্রাসা, মাদ্রাসা দারুল উলুম, সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার পাঁচটি মাদ্রাসা ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার মানুষ অংশ নেন। এতে একরামপুর থেকে সতাল এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।
এ সময় বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কটি দীর্ঘ ৭ বছর ধরে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত এবং খানাখন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা এবং মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। বক্তারা বলেন, রাস্তা দ্রুত সংস্কার না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেকে/এএম