আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান।
তিনি বলেন, “জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগ-বাটোয়ারার জন্য হয়নি। উপদেষ্টারা যদি নির্বাচনে আসতে চান, তবে আগে পদত্যাগ করে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জনগণের আন্দোলনের ফসল কেউ ভাগাভাগি করতে পারবে না।”
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক জোটের আয়োজনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এতে তারেক রহমান বলেন, “জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগ-বাটোয়ারার জন্য হয়নি, হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকার গঠনের পর চুক্তি ভঙ্গ করে অনেক উপদেষ্টা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন।”
“কিছু উপদেষ্টা লুটপাটে জড়িয়ে পড়েছেন। নাহিদ ইসলাম যখন উপদেষ্টার পদ ছাড়েন, তখন তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৩০ হাজার টাকা, বিকাশে ১০ হাজার টাকা। সেই টাকাতেই তিনি সাত মাস ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তবু টাকা শেষ হয় না”, তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে লন্ডনের মিটিংয়ে নাকি ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের শর্ত দেওয়া হয়েছিল। এর মানে কি তাদের এমপি বানানোর পরিকল্পনা চলছে? উপদেষ্টারা কি শেখ হাসিনার মতো হতে চান? শেখ হাসিনা যেমন নিজেই নির্বাচনের আয়োজক ও প্রার্থী, তারাও এখন সেই পথেই হাঁটছেন।”
কেকে/এজে