আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ধানের শীষের টিকিট পাচ্ছেন সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাকে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কামরুজ্জামান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সদস্য।
মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৮ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন দিয়ে জনসংযোগ এবং কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কামরুজ্জামান সোহাগ।
সোহাগ বলেন, “প্রথমে কেন্দ্রীয় দফতর থেকে পরবর্তীতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর এখান থেকে এবং সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ফোন করে ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা করতে বলেন। প্রত্যেকটা ভোট কেন্দ্রে অন্তত পাঁচটি করে উঠান বৈঠক করার জন্য নির্দেশনা দেন।”
তিনি আরো বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে রাষ্ট্র মেরামতেন ৩১ দফা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বলেছেন। এছাড়াও মহিলা ভোটারদের টানতে মহিলাদলের সদস্যদের দিয়ে কাজ চালিয়ে যেতে বলেছেন। তিনি (তারেক রহমান) বলছেন জনগণের ভোট পেতে হলে মন জয় করে ভোট নিতে হবে।”
উল্লেখ্য, লন্ডন বিএনপির বিশ্বাসযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছ—২৫০টি আসনে সর্বমোট ৪২৫ জনকে ফোন কল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরমধ্য ৮০টি আসনে একক কল করেছেন। বাকি অনেক আসনে ২ জন, ৩ জন—এমনকি ৭ জনকেও কল দিয়েছেন তিনি। ৫০টি আসন রেখেছেন শরিকদের জন্য।
কেকে/এজে