রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন      বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা খুন      জরিপে জানা গেল ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয়      স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর      সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে : রিজওয়ানা হাসান      
জাতীয়
মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি, আটাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:৫৮ পিএম
মোতাকাব্বীর আহমেদ

মোতাকাব্বীর আহমেদ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর প্রশাসকের দায়িত্ব থেকে উপসচিব মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ।

বুধবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিনের স্বাক্ষরিত আদেশে, নতুন প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদকে চার মাসের মধ্যে আটাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, তিনি নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সম্পন্ন ও নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবেন।

একই আদেশে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী আটাবের 'বৃহত্তর স্বার্থে' ড. সাইফ উদ্দিন আহম্মদকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

তবে গুঞ্জন রয়েছে, মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতির পেছনে রয়েছে টিকিট সিন্ডিকেট নিয়ে চলমান বিতর্ক। তিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যের টিকিটের দাম হু হু করে বাড়তে শুরু করে। সাধারণত ৪০ হাজার টাকায় বিক্রি হওয়া টিকিট একসময় এক লক্ষ টাকার ওপরে উঠে যায়। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সক্রিয় সিন্ডিকেটের সঙ্গে মোতাকাব্বীর আহমেদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছিল।

এছাড়াও অভিযোগ রয়েছে, মোতাকাব্বীর আহমেদ নিজেই সিন্ডিকেটের মাধ্যমে টিকিট নিয়ে দুই মাসের মধ্যে দুইবার পরিবার নিয়ে লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। যদিও তার সরকারি আদেশে (জিও) শুধুমাত্র লন্ডনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই অনুমতির বাইরে ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দফা ইউরোপ সফরের টিকিটের মূল্য প্রায় ২২ লাখ টাকার বেশি। তিনি পরিবারসহ বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন যাহা একেকটি টিকেটের মূল্য প্রায় তিন লাখ টাকা।

তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ—যাদের নামে টিকিট সিন্ডিকেটের মামলা হয়েছে, টিকেট কারসাজি করার কারণে যাদের লাইসেন্স বাতিল করেছে সরকার; তাদের নিয়ে তিনি একাধিকবার বৈঠক করেছেন।

এসব প্রেক্ষাপটেই তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি   আটাব   নতুন প্রশাসক সাইফ উদ্দিন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বানারীপাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো দিয়ে চলাচল
‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন
নীলফামারীতে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
একটি মৌলবাদী দল ছলনা ও বিভ্রান্তি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

সর্বাধিক পঠিত

১৭ বছর আন্দোলন করে তারেক রহমান ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন
শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার দুই
বাগাতিপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক নেতা কামরুল ইসলামের
চরম সংকটে লবণ শিল্প, আতঙ্কে চাষিরা
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম বর্ষে পদার্পণ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close