রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তনের করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাাহমুদ চৌধুরী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকার কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে আমীর খসরু বলেন, ‘যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।’
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।’
এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার উল্লেখ করে আমির খসরু বলেন, ‘সনদে যেসব বিষয় একমত হয়েছে, তা সেসব বিষয় নিয়ে এগোতে হবে।’
গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।’
কেকে/এমএ