হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মিরপুর ইউনিয়নের রগুরামপুর গ্রামের মৃত. মঞ্জব উল্লার ছেলে আব্দুল হেকিম (৫০)।
শুক্রবার (১০অক্টোবর) ভোরে বাহুবল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হেকিমের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আব্দুল হেকিমকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/বি