নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ কেশুরবাগ রহমতগঞ্জ আশ্রাফিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক সদস্য আব্দুর রহমান সুজন, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা ওমর ফারুক বলেন, একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত করতে হলে শুধু শিক্ষক নয়, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাই জরুরি।
শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা মোবাইল আসক্তির কারণে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। তাই অভিভাবকদের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীদের মেধার বিকাশ সম্ভব নয়।
কেকে/ আরআই