চুয়াডাঙ্গার জীবননগরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তামিম হোসেন(১৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ জেলা আদালতে সোপর্দ করা হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৮অক্টোবার) জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তামিম উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মামুন ঘেনার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির সামনেই অভিযুক্তের নানার বাড়ি। সেখানেই তামিম কৌশলে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ২ অক্টোবর রাত ১০টার দিকে ছাত্রীটি প্রকৃতির ডাকে বাইরে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা তামিম তাকে ধরে নিজের নানার বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা মেয়েকে খুঁজতে গিয়ে কান্নার শব্দ শুনে তামিমের ঘর থেকে তাকে উদ্ধার করে।
৩ অক্টোবার মেয়েটির পিতা বাদী হয়ে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকে পলাতক ছিল তামিম।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেনের বিশ্বাসের নেতৃত্বে এসআই মিজান ও সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৮ অক্টোবার রাতে জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর অভিযুক্ত তামিম পলাতক ছিলেন। পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। ৯ অক্টোবর সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’
কেকে/বি