নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সমস্যার কারন চিহ্নিত করে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকান্ডে জিরো ট্রলারেন্স নীতিতে অনঢ় রয়েছে পুলিশ। পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে একথা বলেন তিনি।
সভায় পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ইসরাত জাহান, মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই