নাটোর জেলার লালপুর উপজেলায় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা রাজশাহী জেলার বাঘা থানার খানপুর গ্রামের মো. লাভলু মণ্ডলের পুত্র।
অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল, দুইটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, সোহেল রানা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিতে বিক্রি করে আসছিলেন।
তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেকে/ এমএ