গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে জরিনা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়া।
নিহত জরিনা বেগম উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে ভেসে আসে বড় বড় শুকনো কাঠের গুঁড়ি ও ডালপালা। এসব কাঠ সংগ্রহ করতে নদীর পাড়ে যান জরিনা বেগম। দিনভর না খেয়ে কাঠ সংগ্রহ করতে করতে বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইউপি চেয়ারম্যান মো. মনজু মিয়া বলেন, ‘উজান থেকে কাঠ ভেসে আসার খবর শুনে অনেকেই নদীতে নেমেছিলেন কাঠ সংগ্রহ করতে। জরিনা বেগমও তাদের মধ্যে একজন। সারাদিন রোদে না খেয়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান।’
কেকে/ এমএস