নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, কোরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান , নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু দাউদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিকদার ইমরান নাজির সদস্য সচিব মুজাহিদ কমিটি।
এ সময় বক্তারা কোরআনের অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, এদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে। বারবার এই চক্রান্ত শিকার আমরা হয়েছি। ইসলাম ধর্মের উপর অবমাননাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তাকে শাস্তি প্রদান করতে হবে।
বক্তারা এ ঘটনায় ইসলাম অবমাননাকারীদের ফাঁসির দাবি জানান। একই সাথে ধর্ম অবমাননাকারী ব্যক্তিদের বিচারের জন্য ব্লাশফেমি আইন পাস করার জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান। এরপর মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেকে/ এমএস