‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যকে সমনে রেখে নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীনদের প্রতি যত্নশীল হতে হবে এবং সবসময় তাদের শারীরিক, মানসিকসহ সকল বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের দ্বায়িত্ব।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল।
এছাড়া বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সিনিয়র সিটিজেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, প্রবীন ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ।
কেকে/ এমএস