নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার নামের একটি ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফার্মেসিটিতে ‘হেপাবিগ ইনজেকশন’ নামে হেপাটাইটিস বি রোগের একটি ইনজেকশন পাওয়া যায়, যার মেয়াদ ২০২৩ সালে শেষ হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ, বিক্রয়ের জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সরকারি হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধও জব্দ করা হয়।
সরকারি ওষুধগুলোর মধ্যে ছিল— সেফ্রাডিন, সেফুরক্সিম, অস্টোক্যাল ডি, ফ্লুক্লক্সাসিলিন, সেফিক্সিম ও সলবিয়ন।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “সরকারি ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে সাধারণ রোগীরা সরকারি সেবার সুবিধা থেকে বঞ্চিত হন। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই