বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরের মেয়ের বিয়ের জন্য উপহার পৌঁছে দিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ।
শনিবার (৪ অক্টোবর) রাতে বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর কাচারী বাজার এলাকায় উপহার পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মামুন কাদির সুমন, ১০নং বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, ফেরদৌস, শহিদুল ইসলাম বাদল, শামীম হোসেন মন্ডল, হাসান প্রমুখ।
কেকে/ আরআই