বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন (বগুড়া) ও সেনা ক্যাম্পে কর্মরত ধোপা মো. হাসিব (বরিশাল)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ধোপা হাসিব। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। ধারণা করা হচ্ছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় দুর্ঘটনাটি ঘটে।”
‘এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’
কেকে/ এমএ