পদ্মা ব্যাংক পিএলসি-এর এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কাজী মো. তালহা (চলতি দায়িত্বে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা ব্যাংকিং খাতে অর্থপাচার প্রতিরোধ, গ্রাহক সনাক্তকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
কেকে/এজে