চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, নতুন শিক্ষকদের বরণ ও আলোচনা সভা।
রোববার ( ৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী, জোবায়দিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
কেকে/ এমএ