‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন নজিপুর সরকারি কলেজের অধক্ষ্য মোহাম্মদ মতিউর রহমান, সন্তোষপাড়া দাখিল মাদ্রাসার সুপার মো. মোশারফ হোসেন, খিরসীন এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোরশেদুল আলম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বামইল সিনিয়র মাদ্রাসার প্রভাষক দেলোয়ার হোসেন, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী, শিক্ষক তোফাজ্জল হোসেন ও শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই, তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।’
তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কেকে/ এমএ