পাবনার ঈশ্বরদী বেনারশী পল্লীর পাশের একটি ধানক্ষেত থেকে সিরাজ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) ভোরে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ ফতেমোহম্মদপুর প্রামানিক পাড়া এলাকার কেটি আহম্মেদের ছেলে।
ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, রোববার ভোরে ফতেমোহম্মদপুর এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কেকে/ আরআই