টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযানে মানব পাচার চক্রের ৬ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমার থেকে লোক পাচারের একটি বড় সিন্ডিকেটের কার্যক্রম এ অভিযানে নস্যাৎ হয় বলে জানিয়েছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল মিস্ত্রিপাড়ায় অভিযান চালায়। ওই সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল ঘেরাও করে ৬ জনকে আটক করা হয়।
ধৃতরা হলো— মিস্ত্রিপাড়ার মোছা. শামসুন্নাহার (৩৫), হোসনে আরা (৩১), নুরুন্নিসা (৪৯), মো. ইসমাইল (৫০), হারুন (৩৫) ও ইউসুফ আলী (৪৭)। তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে লোক এনে বিভিন্ন ক্যাম্পে পাচার ও ফোর্সডলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস (এফডিএমএন) কার্ড পাইয়ে দেওয়ার কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিজিবি জানায়, পাচারকারীরা প্রতিজন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাদেরকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এনে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে লুকিয়ে রাখত। পাচারকারীদের দুইজন— কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫)— অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানে উদ্ধারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মানব পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অবিচল। সীমান্ত নিরাপত্তা ও মানবিক সুরক্ষায় আমাদের অভিযান আরো জোরদার হবে।”
কেকে/এআর