জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:০৬ পিএম

ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) মেয়েটির পিতা বাদী অভিযুক্ত তামিম হোসেনের (১৮) বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করে।
তামিম হোসেন (১৮) উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মামুন ঘেনার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির সামনেই অভিযুক্ত তামিমের নানার বাড়ি। সেখানেই থেকে তামিম কৌশলে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে।
বৃহস্পতিবার (২) অক্টোবর রাত ১০টার দিকে ছাত্রী প্রকৃতির ডাকে বাইরে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা তামিম তাকে ধরে নিজের নানার বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা মেয়েকে খুঁজতে গিয়ে কান্নার শব্দ শুনে তামিমের ঘর থেকে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগীর পিতা বলেন, “আমার মেয়ে অপ্রাপ্তবয়স্ক। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।”
কেকে/এআর