গাইবান্ধার সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সাঘাটার কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছাত্র যুব উন্নয়ন সংঘের সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন মণ্ডল, যুগ্ম-আহবায়ক মোস্তাক আহম্মেদ মিলন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও সামাজিক ঐক্য গড়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ তৈরি হয়।
কেকে/ আরআই