গলাচিপায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ওয়ার্ড সদস্য হাসানের
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:৩৪ পিএম

ছবি: প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চর বিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাসান সরদার ও চুরির দায়ে অভিযুক্ত শিশু সাব্বির।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার উপকূলীয় চরাঞ্চল চরবিশ্বাসের চরবাংলা খেয়াঘাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. হাসান সরদার দাবি করেন, তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়; যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। চুরির সাথে জড়িত শিশুদের হাত-পা বাঁধা ও মারধরের সাথে তার কোন সম্পর্ক নেই। তাকে হেনস্তা করার জন্য কিছু কুচক্রী মহল গণমাধ্যমের কাছে ভুল তথ্য দিয়ে এসব করিয়েছে।
হাসান সরদার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে চুরির দায়ে অভিযুক্ত শিশু সাব্বির অপর শিশু আব্দুল্লাহ মিলে মাছ চুরির কথা স্বীকার করে।
সে দাবি করে- তাদের হাত-পা বাঁধা ও মারধরের সাথে হাসান সরদার জড়িত নয়। তার হাত-পা বেঁধেছিলো এলাকার সেলিম বয়াতির ছেলে মোটরসাইকেল চালক রাসাদ। আর অপর শিশু আব্দুল্লাহর হাত-পাকে বেঁধেছিলো তিনি জানেন না। এ সময় হাসান সরদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮ টার দিকে ইমরান বয়াতীর মাছের আড়ৎ থেকে ১০ পিস ইলিশ মাছ চুরি হয়। পরে স্থানীয় লোকজন চোর সনাক্ত করে দুই শিশুকে চুরি হওয়া দুটি ইলিশ মাছসহ ধরে ফেলে এবং শিশু দুটিকে হাত-পা বাঁধা অবস্থায় ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে ওয়ার্ড সদস্য হাসান সরদারকে জড়িয়ে নিউজ প্রচারিত হয়।
কেকে/ এমএ