আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
সোনাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-২’-এর সভাপতি ফজলুল হক, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জাকের পার্টি যুবওলামা ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি ফারুক হোসেন ফারুকী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২’-এর সভাপতি মো. নিজামুল হক শিশির, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মো. মিলন মাহামুদ, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মো. মকিবুল ইসলাম, জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক রবিন ইসলাম।
কেকে/ এমএ