সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
ফটিকছড়িতে আনসার ভাতায় অনিয়ম
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:২৮ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও শান্তিপূর্ণভাবে চলছে শারদীয় দুর্গাপূজা। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আনসার ভিডিপি সদস্যদের। তবে সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সদস্যের জন্য নির্দিষ্ট ভাতা বরাদ্দ থাকলেও অভিযোগ উঠেছে—সেই ভাতা যাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেট ভাতা বণ্টনে চরম অনিয়ম করছে। দিনরাত মণ্ডপে দায়িত্ব পালন করলেও প্রকৃত সদস্যরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য ভাতা থেকে।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর ফটিকছড়ি উপজেলার ১১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে তিনটি শ্রেণিতে ভাগ করে ৮১০ জন আনসার ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন প্রশিক্ষণ ছাড়াই সদস্যপদ পেয়েছেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করা প্রকৃত সদস্যরা যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এমন অনিয়মে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।

জানা যায়, ১১৮টি মণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের জন্য সরকার জনপ্রতি ৪৭৫ টাকা করে মোট ২৮ লাখ ৬৬ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে। তবে এই বরাদ্দের বড় অংশই সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেকেই এই ঘটনাকে সরকারের টাকা আত্মসাতের চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন।

অনুসন্ধানে জানা যায়, নির্বাচনী ও শারদীয় দুর্গাপূজায় আনসার ভিডিপি সদস্য নিয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যার নেতৃত্বে রয়েছেন উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমান। প্রতিবারই তার নেতৃত্বে ভাগবাটোয়ারা হয় ভাতা। বিষয়টি নিয়ে বাহিনীর ভিতরে অসন্তোষ থাকলেও চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারছেন না অনেকেই।

বুধবার (১ অক্টোবর) দুপুরে সরেজমিনে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল ত্রিপুরা পাড়া কালি ও দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, তালিকাভুক্ত আনসার সদস্যদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন স্থানীয় রাখাল ত্রিপুরাসহ দুই যুবক। কার্বন কপি (সিসি) তালিকায় তাদের নাম থাকলেও তারা প্রকৃতপক্ষে চুক্তিভিত্তিক কর্মী। দৈনিক ৩০০ টাকা মজুরিতে ৫ দিনের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ওই মণ্ডপটিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে ৮ জন আনসার সদস্য থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র ৬ জন চুক্তিভিত্তিক কর্মী দায়িত্ব পালন করছেন। নিয়োগ দিয়েছেন সিন্ডিকেট সদস্য ও আনসার দলনেতা আবুল মুনসুর। তিনি স্বীকার করে বলেন, ‘সিসি তালিকা অনুযায়ী লোকবল না পাওয়ায় বাধ্য হয়ে চুক্তিভিত্তিকভাবে লোক নিয়োগ দিতে হয়েছে।’

একই চিত্র পূর্ব ফটিকছড়ি মাতব্বর পাড়া দুর্গা মন্দিরেও। দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো আনসার সদস্য নেই। প্রায় ৩০ মিনিট পর দু’জন দায়িত্বে আসলেও তাদের নামও তালিকায় নেই। জানা যায়, ওই মণ্ডপে ৪ জনকে ৫ দিনের চুক্তিতে ৮ হাজার টাকায় নিয়োগ দেন ইউনিয়ন দলনেতা ও সিন্ডিকেট সদস্য আজিজুল করিম। তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘লোকবল সংকটের কারণে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হয়েছে।’

শুধু এই দু’টি নয়, ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে একই ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি ও চা বাগান এলাকার মণ্ডপগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কিছু মণ্ডপে আনসার সদস্যরা সবসময় উপস্থিত থাকেন না, কম সংখ্যক সদস্য দিয়ে দায়িত্ব পালন করছেন, এমনকি রাতের শেষাংশে দায়িত্ব ফেলে চলে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা।

ক্ষোভ প্রকাশ করে সনাতনী সংগঠনের নেতা ও স্কুল শিক্ষক বাবলা দে বলেন, ‘প্রথম থেকে লক্ষ্য করেছি আনসার সদস্য বন্টনে অনিয়ম হয়েছে। মণ্ডপে যতজন আনসার থাকার কথা ততজন নিয়োজিত ছিলেন না। এটি কোনো ভাবে কাম্য নয়।’

ফটিকছড়ি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটে থাকলে এটি উদ্বেগের। পরর্বতীতে উপজেলা প্রশাসন এই বিষয়গুলো আরও বেশি তদারকি করবেন বলে আমরা আশাবাদী।’

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমানের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি উর্ধ্বধন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না বলে জানান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সব মণ্ডপেই আনসার-ভিডিপির সদস্যরা স্থায়ীভাবে থাকবে এটাই নিয়ম। কিন্তু কিছু মণ্ডপে তাদের অনুপস্থিতি এবং ভুয়া নামধারীদের বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সভাপতি প্রফেসর সিকান্দার খান বলেন, ‘রাষ্ট্র যাদের মাধ্যমে নিয়ম পরিচালনা করবেন। তারাই অনিয়মের সাথে জড়িত হচ্ছে। এটি খুবই দুঃখজনক। এর থেকে পরিত্রাণ পেতে জনসচেতনতার বিকল্প নাই।’

আনসার-ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান বলেন, ‘এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   আনসার   অনিয়ম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close