শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর মহেশাঙ্গন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন তিনি।
পরে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব সনজিৎ দেবনাথ, যুগ্ম আহ্বায়ক রাজীব সাহা, ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক, ৩৩ পদাতিক ডিভিশন কর্নেল মেহেদী হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান ও কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, এটা আমাদের দেশ, আমরা সবাই এদেশের মানুষ। প্রত্যেকটা অনুষ্ঠানের সমান ভাগীদার। এই দুর্গাপূজা সুন্দরভাবেই উদযাপিত হচ্ছে বলে আমি জানলাম এবং খোঁজ খবর নিলাম। আশা করছি সুন্দর ভাবেই এই উৎসবের পরিসমাপ্তি হবে। আমরা আগে থেকে পরিকল্পনা করেই সামরিক ও বেসামরিক প্রশাসনের সহযোগীতায় আমরা একটি সুন্দর উৎসব উদযাপন করতে পারছি।
তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেন।
পরিদর্শনের সময় মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা পূজামণ্ডপ সংলগ্ন ঈশ্বর পাঠশালার ছেলেদের ও মেয়েদের হোস্টেলের জন্য দু’টি ফ্রিজ উপহার দেওয়ার ঘোষণা দেন।
কেকে/ আরআই