রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নয়ন মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ১ অক্টোবর) রাত সাড়ে ১২টায় তাকে উপজেলার প্রেমতলী এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, নয়ন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নয়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নয়নের সাথে আ.লীগের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আ.লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রভাব খাটিয়ে ফারুক চৌধুরী দলীয় নিয়ম ভেঙে তাকে মাটিকাটা ইউনিয়নের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। অথচ দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি ওয়ার্ড বা ইউনিয়নে একজনই সাধারণ সম্পাদক থাকার বিধান রয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।”
এদিকে নয়নের গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, দলের প্রভাব খাটিয়ে সে এলাকায় নানা অন্যায় করেছে। এতদিন তিনি পার পেয়ে গেছেন।
কেকে/বি