গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ৬৯টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন, গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তার পক্ষে নেতাকর্মীরা জুমার বাড়ি, কামালের পাড়া, বোনারপাড়াসহ বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আয়োজক কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আবু তাহের মন্ডল, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সিরাজুজ্জামান রবিন, জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহ্বায়ক সানাউল ইসলাম হিল্লোল, গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আতিকুর রহমান, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক তারেক আল মাছুম, সাঘাটা উপজেলা জাসাস আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল, সাঘাটা উপজেলা জাসাস সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, বোনার পাড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব একেএম সোহেল রানা, ছয়দার রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
স্থানীয় নেতারা জানান, প্রতিটি ধর্মীয় উৎসবে জনগণের পাশে থেকে সহযোগিতা করা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জিল্লুর রহমানের রাজনৈতিক অঙ্গীকারেরই অংশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা জনগণের কাছে ধানের শীষে ভোট চান।
কেকে/বি