ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপের সামনে থেকে কাউসার (২৫) নামের এক যুবককে হেরোইনসহ পুলিশে সোপর্দ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা৷
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, ধামরাই পৌর এলাকার বিশ্বনাথ গোস্বামীর বাড়ি পূজামণ্ডপের সামনে এক যুবক সন্দেহজনক আচরণ করলে আনসার সদস্যরা তল্লাশি চালিয়ে ১৫-২০ পুঁটলি হেরোইন উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, পূজায় মাদকবিরোধী কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসারের এমন দায়িত্বশীল কর্মকাণ্ড প্রশংসনীয়।
সনাতন ধর্মাবলম্বী বিপ্লব পাল জানান, আমরা নিরাপদে আমাদের ধর্মীয় উৎসব পালন করতে চাই৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ নিরাপত্তায় প্রশাসনের এমন ভূমিকা অব্যাহত থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা৷
এ বিষয়ে ধামরাই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আসিফ ইকবাল বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে৷ ধামরাইয়ে মাদক বিরোধী এমন তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে৷ এছাড়াও ধামরাইয়ে ২০৪ টি পূজা মণ্ডপে নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বী মানুষ যেন পূজা করতে পারে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি৷
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, পূজামণ্ডপের সামনে থেকে কাউসার নামের এক যুবককে আনসার ভিডিপি সদস্যরা হেরোইনসহ আটক করে আমাদের নিকট সোপর্দ করলে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে কোর্টে প্রেরণ করা হয়৷
কেকে/এআর