নেত্রকোনায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সংবাদকর্মীদের সাথে জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নেত্রকোনার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, নেত্রকোনা জেলা তথ্য অফিসের উপপরিচালক আল-ফয়সাল, মেডিকেল অফিসার ডা. দাউদ শরিফ, জেলা তথ্য অফিসার নারায়ন সরকার, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
অনুষ্ঠানে ফাইফয়েড টিকা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
কেকে/ এমএ