বাংলাদেশে পরিসংখ্যানগত সক্ষমতা জোরদার করা, তথ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা এবং প্রমাণ-ভিত্তিক নীতি নির্ধারণ করার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের অধীনস্থ এ সমঝোতা স্মারক স্বাক্ষরীত হয়।
এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব মিসেস আলেয়া আক্তার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওপিএস এর দক্ষিণ এশিয়ার পরিচালক মি. চার্লস চালান।
সমঝোতা স্মারকে বিবিএস এবং ইউএনওপিএস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা করবে, যার মধ্যে রয়েছে-
১.পদ্ধতি, গুণমান নিশ্চিতকরণ এবং প্রচার অনুশীলনকে শক্তিশালী করার জন্য পরিসংখ্যানগত সক্ষমতা বৃদ্ধি। উন্নত তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি, যার মধ্যে রয়েছে ভিজ্যুয়ালাইজেশন এবং অ্যাক্সেসিবিলিটি।
২.পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং উন্নয়ন পরিকল্পনার জন্য ভূ-স্থানিক তথ্য এবং প্রযুক্তির ব্যবহার।
৩.পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে যৌথ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। জাতীয় এবং উপ-জাতীয় পর্যায়ে সূচকগুলির স্থানীয়করণসহ এসডিজি পর্যবেক্ষণের জন্য সহায়তা। প্রশিক্ষণ, কর্মশালা এবং যৌথ প্রকাশনার মাধ্যমে জ্ঞান ভাগাভাগি এবং বিনিময়।
উন্নয়ন কর্মসূচির কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য, সময়োপযোগী এবং আন্তর্জাতিকভাবে তুলনীয় তথ্যের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস আলেয়া আক্তার উল্লেখ করেন, এই অংশীদারিত্ব বিবিএস এবং ইউএনওপিএসের মধ্যে সমন্বয় তৈরি করবে, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় আধুনিক সরঞ্জাম এবং অনুশীলন আনবে।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ইউএনওপিএসের প্রতিশ্রুতি এবং অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন যে এ সহযোগিতা বিবিএসের আধুনিকীকরণ প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখবে।
ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক বলেন, ইউএনওপিএস টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতি ত্বরান্বিত করতে বাংলাদেশকে সহায়তা করে আসছে। বিবিএসের সাথে এই নতুন সহযোগিতা উচ্চমানের তথ্য এবং পরিসংখ্যানের ব্যবহারকে শক্তিশালী করবে, যা প্রমাণ-ভিত্তিক নীতি নির্ধারণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি পর্যবেক্ষণ এবং জাতীয় ও উপ-জাতীয় পর্যায়ে উন্নয়ন উদ্যোগ পরিকল্পনার জন্য অপরিহার্য।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারক পাঁচ বছরের জন্য বৈধ থাকবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বিবিএস এবং ইউএনওপিএসের মধ্যে ভবিষ্যতের প্রকল্প চুক্তির কাঠামো হিসেবে কাজ করবে।
কেকে/ এমএস