রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      ইতালির পথে প্রধান উপদেষ্টা      যুদ্ধবিরতির পর গাজায় একদিনে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি      
জাতীয়
বাংলাদেশে পরিসংখ্যানগত সক্ষমতা জোরদার করার সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশে পরিসংখ্যানগত সক্ষমতা জোরদার করা, তথ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা এবং প্রমাণ-ভিত্তিক নীতি নির্ধারণ করার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের অধীনস্থ এ সমঝোতা স্মারক স্বাক্ষরীত হয়।

এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব মিসেস আলেয়া আক্তার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওপিএস এর দক্ষিণ এশিয়ার পরিচালক মি. চার্লস চালান।

সমঝোতা স্মারকে বিবিএস এবং ইউএনওপিএস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা করবে, যার মধ্যে রয়েছে-

১.পদ্ধতি, গুণমান নিশ্চিতকরণ এবং প্রচার অনুশীলনকে শক্তিশালী করার জন্য পরিসংখ্যানগত সক্ষমতা বৃদ্ধি। উন্নত তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি, যার মধ্যে রয়েছে ভিজ্যুয়ালাইজেশন এবং অ্যাক্সেসিবিলিটি।

২.পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং উন্নয়ন পরিকল্পনার জন্য ভূ-স্থানিক তথ্য এবং প্রযুক্তির ব্যবহার।

৩.পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে যৌথ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। জাতীয় এবং উপ-জাতীয় পর্যায়ে সূচকগুলির স্থানীয়করণসহ এসডিজি পর্যবেক্ষণের জন্য সহায়তা। প্রশিক্ষণ, কর্মশালা এবং যৌথ প্রকাশনার মাধ্যমে জ্ঞান ভাগাভাগি এবং বিনিময়।

উন্নয়ন কর্মসূচির কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য, সময়োপযোগী এবং আন্তর্জাতিকভাবে তুলনীয় তথ্যের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস আলেয়া আক্তার উল্লেখ করেন, এই অংশীদারিত্ব বিবিএস এবং ইউএনওপিএসের মধ্যে সমন্বয় তৈরি করবে, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় আধুনিক সরঞ্জাম এবং অনুশীলন আনবে।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ইউএনওপিএসের প্রতিশ্রুতি এবং অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন যে এ সহযোগিতা বিবিএসের আধুনিকীকরণ প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখবে।

ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক বলেন, ইউএনওপিএস টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতি ত্বরান্বিত করতে বাংলাদেশকে সহায়তা করে আসছে। বিবিএসের সাথে এই নতুন সহযোগিতা উচ্চমানের তথ্য এবং পরিসংখ্যানের ব্যবহারকে শক্তিশালী করবে, যা প্রমাণ-ভিত্তিক নীতি নির্ধারণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি পর্যবেক্ষণ এবং জাতীয় ও উপ-জাতীয় পর্যায়ে উন্নয়ন উদ্যোগ পরিকল্পনার জন্য অপরিহার্য।

উল্লেখ্য, এ সমঝোতা স্মারক পাঁচ বছরের জন্য বৈধ থাকবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বিবিএস এবং ইউএনওপিএসের মধ্যে ভবিষ্যতের প্রকল্প চুক্তির কাঠামো হিসেবে কাজ করবে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল
লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে ভাঙন আতঙ্ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ভেড়ামারায় জাপান বাংলাদেশ নিহোঙ্গো সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
বান্দরবানে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
সমতা আইনেই, বাস্তবে নয়
নেতা নির্বাচনে ইসলামের নির্দেশনা
সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রে বাঘের দেখা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close