হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীর বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে ওই ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এ বিষয়ে ব্যবসায়ী সুরুজ আলী মোল্লা রোববার (২৮ সেপ্টেম্বর) বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে একই এলাকার তৈয়ব আলীর ছেলে মোর্শেদ কামাল বাবুসহ কয়েকজন মিলে মারধরের চেষ্টা করে।
এই ঘটনায় সুরুজ আলী মোল্লা শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে গত ২৭ সেপ্টেম্বর এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরই অভিযোগের আসামিগণ মুর্শেদ কামাল, মাছুম মিয়া, তৈয়ব আলীসহ কয়েকজন মামলার বাদী সুরুজ আলী মোল্লার বাসায় আবারও হামলা চালায়। হামলায় বাসার জানালার থাইগ্লাস, পানি নিষ্কাশনের পাইপ ভাঙচুরসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ বিষয়ে ব্যবসায়ী সুরুজ আলী মোল্লা বলেন, সন্ত্রাসী চক্রটি আমার বাসাতে হামলার পরও ক্রমাগত হুমকি দিয়ে আসছে। আমি জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কান্ত নাথ বলেন, অভিযোগ পেয়ে আদালতে প্রেরণ করেছি। আদালতের নির্দেশনা পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
কেকে/বি