কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজী ব্রিজ সংলগ্ন এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুল কুদ্দুস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে নিহত আব্দুল কুদ্দুস (৬০) উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
তিনি তাড়াইল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজী ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু বখাটে ছেলেরা বৌভাত ফেরত মেয়েদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে প্রতিবাদ করলে কয়েকজন যুবক মিলে এলোপাতাড়ি আক্রমণ করেন।
এসময় আব্দুল কুদ্দুস মারাত্মক আহত হন। পরে তাকে দ্রুত তাড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারের লোকেরা জানিয়ছেন, এ ঘটনায় আরো ২জন চিকিৎসাধীন আছে।
ইটনার থানার ওসি জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইটনা থানায় খুনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/বি