সারাদেশের ন্যায় রাজশাহীতে দুর্গাপূজা উৎসবের আমেজ শুরু হয়েছে। নিখুঁত তুলির আঁচড়ে দেবী দুর্গার অনন্যসুন্দর অভয়দানকারী রূপ ফুটে উঠেছে মণ্ডপগুলোতে। রাজশাহী মহানগরীতে এবার ৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।
এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) এই উৎসবের সমাপ্তি হবে।
রাজশাহীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস) মো. গাজিউর রহমান।
জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী (বোধন), সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমী, বুধবার (১ অক্টোবর) মহানবমী, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী।
বিজয়া দশমীর দিনে বিকাল ৩টায় শোভাযাত্রা শুরু হবে এবং সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
আরএমপির কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।’
আরএমপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মন্ডপে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
কেকে/এমএ