হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারেন তা নিশ্চিত করবে বিএনপি। এ জন্য দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির পাহারায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
তিনি বলেছেন, ‘দুর্গাপূজায় পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে। তিন সিফটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পাহারায় থাকবেন। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হবে।’
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের রোহিতপুর নাগ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আমান উল্লাহ আমান আরও বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করেন। আমরা চাই, প্রতিটি মানুষ তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। বিএনপি সেই গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী।’
সভায় বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি।
তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করব।’
সভায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি রুহুল আমিন, আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন বর্মন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বকর উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ