রাজবাড়ী জেলার ৬৭টি সরকারি দপ্তরের মধ্যে তথ্য বাতায়নে শতভাগ হালনাহাদ তথ্য থাকায় জেলা, পুলিশ প্রশাসন ও তথ্য অফিসসহ ১৯টি দপ্তরকে সনদপত্র দেওয়া হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের র্যালি ও আলোচনা সভা শেষে এই সনদপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সনাক রাজবাড়ীর সদস্য সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, জেলা সনাক সভাপতি মো. নুরজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা মৎস্য অফিসার মাহমুদুল হক।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, টিআইবি রাজবাড়ী এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘তথ্য জানা মানুষের অন্যতম মৌলিক অধিকার। পরিবেশ সুরক্ষায় তথ্যের ভূমিকা অপরিসীম। ডিজিটাল যুগে পরিবেশ বিষয়ক তথ্য সহজে পাওয়া ও ব্যবহারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। জনগণ যদি তথ্য জানার অধিকার চর্চা করে, তবে দুর্নীতি কমবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তবে অনেকেই অবান্তর তথ্য চেয়ে বিভ্রান্তিতে ফেলেন এবং ব্লাক মেইলের চেষ্টা করেন; যা খুবই কষ্টদায়ক।’
সভা শেষে টিআইবির জরিপ অনুযায়ী, জেলার ৬৭টি সরকারি দপ্তরের মধ্যে জেলার তথ্য বাতায়নে ১৯টি দপ্তরে শতভাগ হালনাহাদ তথ্য থাকায় জেলা, পুলিশ প্রশাসনসহ ১৯টি দপ্তর প্রধানের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
মাসুদ আহমেদ জানান, জরিপে জেলার ৬৭টি সরকারী দপ্তরের মধ্যে ১৯টি দপ্তরের শতভাগ হালনাগাদ তথ্য পাওয়া গেছে।
সনদপত্র প্রাপ্ত দপ্তরগুলো হলো রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা তথ্য অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা বীজ প্রত্যয়ন অফিস, জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা মৎস্য অফিস, সরকারি গণ-গ্রন্থাগার, জেলা শিক্ষা অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো), পল্লী বিদ্যুৎ সমিতি, যুব উন্নয়ন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর।
কেকে/এমএ