পঞ্চগড়ের বোদা উপজেলায় এক মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী আতিকুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলা শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বোদার আবু বক্কর সিদ্দিক (রা.) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার একটি টিউবওয়েল চুরির ঘটনাকে কেন্দ্র করে মাহাবুব রহমান ও রমজান আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদ্রাসার পরিচালক আতিকুর রহমানের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। পরে এলাকাবাসী হামলাকারীদের বাঁধা দিয়ে আতিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
মানববন্ধনে মাদ্রাসার সেক্রেটারি আজিজুল হক, মাড়েয়া ইউনিয়ন এনসিপির সদস্য আলী আহসান, দাতা সদস্য আনোয়ারুল হক, বায়েজিদ বোস্তামী বক্তব্য দেন।
মানববন্ধন শেষে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এলাকাবাসী, শিক্ষক, কর্মচারী ও ছাত্ররা।
কেকে/ এমএ