নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরাইল ডাঙ্গাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মারুফ ওই গ্রামের দুরুল ইসলামের ছেলে। সে পোরশা ছাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মারুফ মাগরিবের নামাজ শেষ করে নিজ বাড়ি তার মায়ের রান্নাঘরের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলো। অসাবধানতা বশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করেন তার মা। তাৎক্ষণিক তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আলাউদ্দিন নিহতের মৃত্যুর সংবাদটি নিশ্চত করেছেন।
কেকে/ আরআই