উখিয়ার হলদিয়াতে যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত কাউন্সিলে মোহাম্মদ আদিল উদ্দিন সভাপতি এবং আল মাহমুদ সজীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক দক্ষিণ শাখার ৯ নং ওয়ার্ড যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আদিল উদ্দিন এবং সঞ্চালনা করেন উখিয়া কলেজ ছাত্রদল সভাপতি রাসেল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি দলিলুর রহমান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক জিএম ইদ্রিস মিয়া, ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ, সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক খাইরুল আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কেকে/বি