শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিশা (৯) এবং আরিয়ান (৬) নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মরহুম হাবিব মেম্বারের ছেলে জামাল মিয়ার সন্তান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়- শিশুদের পরিবারের কেউ বিষয়টি লক্ষ্য করেনি। তবে পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে প্রথমে এক শিশুকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। সন্দেহ হলে পানিতে নেমে খোঁচাখুঁজি করলে অপর শিশুকে ও ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে। শিশুদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ছেলে-মেয়েকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়। তাদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিষয়টি পুলিশকে অবগত করেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি।