ভারতের বিহার রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনা তত তীব্র হচ্ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোটারদের মনোভাব প্রভাবিত করার চেষ্টা চলছে।
মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীর উপস্থিতি। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পর বিজেপি এই অভিযোগ তুলেছে। এ বিষয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি প্রতিক্রিয়া জানিয়েছেন।
ওয়াইসি বলেছেন, “মোদি বলেন যে বিহারে বাংলাদেশি আছে। বিহার ও সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই মোদিজি। কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে আপনার একজন বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেব।”
গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরপর থেকে তিনি দিল্লিতে মোদি সরকারের আশ্রয়ে বসবাস করছেন।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে টার্গেট করে হয়রানি করছে ক্ষমতাসীন বিজেপি সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে ফিরে পাঠানো হচ্ছে।
কেকে/ আরআই