পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ও তার স্ত্রী নুরই আয়েশা সুচিকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান শেষ হওয়ার পর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
অনুষ্ঠানে ইউএনও বিদ্যালয়ের সীমানা প্রাচীরের উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, আমাদের ইউএনও স্যার শিক্ষা খাতে আন্তরিকভাবে কাজ করছেন। বিদ্যালয়ের সভাপতি হিসেবে তিনি সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা তাকে কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছে।
অভিভাবকরা জানান, ইউএনওর মতো একজন তরুণ, সৎ ও কর্মঠ কর্মকর্তা বাউফলে দায়িত্ব পালন করছেন—এটি এলাকাবাসীর জন্য সৌভাগ্যের বিষয়।
এ সময় শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশনের মধ্য দিয়ে ইউএনও ও তার সহধর্মিণীকে বরণ করে নেয়। পরে ইউএনও ও তার স্ত্রীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, আমি সবসময় চেষ্টা করি শিক্ষা, উন্নয়ন ও সুশাসনকে প্রাধান্য দিতে। শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, এটি আমার জীবনের বড় পাওয়া। তাদের জন্য কাজ করাই আমার দায়িত্ব।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ইউএনও ওই স্কুলের সভাপতি স্কুল ছুটির পরে শিক্ষার্থীরা যদি আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে ইউএনওকে সংবর্ধনা দিয়ে থাকে, সেটি একটি ইতিবাচক দিক। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
কেকে/ আরআই